ভর্তির নির্দেশিকা

আসন সংখ্যা 

ক) প্রভাতী ও দিবা উভয় শাখায় তৃতীয় থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রতি শ্রেণিতে দু’টি করে সেকশন রয়েছে । প্রতি সেকশনে ছাত্র সংখ্যা ৫০ জন ।

খ) প্রভাতী ও দিবা উভয় শাখায় একাদশ ও দ্বাদশ শ্রেণিতে বিজ্ঞান বিভাগে ২টি করে সেকশন রয়েছে। ব্যবসায় শিক্ষা বিভাগে প্রভাতী শাখায় ২টি ও দিবা শাখায় ১টি এবং প্রভাতী শাখায় মানবিক বিভাগে ১টি সেকশন রয়েছে। বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, মানবিক সব ক্ষেত্রেই প্রতি সেকশনে আসন সংখ্যা ৭৫ জন ।।

ভর্তি প্রক্রিয়া 

ক) ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ : প্রত্যেক শিক্ষাবর্ষের শেষে / শুরুতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় । দৈনিক পত্রিকায় শ্রেণি, শূন্য আসন সংখ্যা, পরীক্ষার তারিখ ও সময় উল্লেখ করে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ।

খ) আবেদনপত্র সংগ্রহ ও জমা : নির্ধারিত তারিখের মধ্যে নির্দিষ্ট ফি প্রদান করে নিয়মাবলীসহ ভর্তির আবেদনপত্র ও প্রসপেক্টাস কলেজ অফিস থেকে সংগ্রহ করতে হয় এবং তা যথাযথভাবে পূরণ করে নিম্নলিখিত কাগজপত্র সহ নির্দিষ্ট তারিখের মধ্যে অফিসে জমা দিতে হয়।।

 

৩য় থেকে ৫ম শ্রেনি ৬ষ্ঠ শ্রেণি থেকে নবম একাদশ শ্রেণি
১. পাসপোর্ট সাইজের  ৪ কপি ছবি |

২. জন্ম সনদের সত্যায়িত ফটোকপি |

১. পাসপোর্ট সাইজের ৪ কপি ছবি ।

২. জন্ম সনদের সত্যায়িত ফটোকপি |

৩. পিইসি / জেএসসি পাসের সনদপত্রের সত্যায়িত ফটোকপি।

টেস্টিমোনিয়াল, নম্বর ফর্দ,এসএসসি’র প্রবেশ পত্র ও নিবন্ধনের সত্যায়িত ফটোকপি এবং পাসপোর্ট সাইজের দুই কপি ছবি|

 

 গ) ভর্তির পরীক্ষা, ছাত্র নির্বাচন ও ভর্তি : 

  1. i) সাধারণভাবে ৩য় থেকে ৮ম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষার ক্ষেত্রে পূর্ববর্তী শ্রেণির বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে ৫০/১০০ নম্বরের ভর্তি পরীক্ষা গ্রহণ করা হয়। ৯ম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে জেএসসি-এর প্রাপ্ত জিপিএ এর ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী ছাত্র নির্বাচন করা হয়। একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষামন্ত্রণালয়ের নির্দেশনা অনুসরণ করা হয়। উল্লেখ্য যে, যে কোন শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে সরকারি নীতিমালা অনুসরণ করা হয়।
  2. ii) লিখিত পরীক্ষা / জিপিএ এর ভিত্তিতে উত্তীর্ণ প্রার্থীদের সাক্ষাৎকার ও স্বাস্থ্য পরীক্ষা শেষে ভর্তির জন্য চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। নির্বাচিত ছাত্রদের প্রয়োজনীয় কাগজপত্র যেমন- পূর্ববর্তী স্কুল ত্যাগের ছাড়পত্র, একাদশ শ্রেণির ক্ষেত্রে এসএসসি পরীক্ষার মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও প্রশংসাপত্র, পাসপোর্ট আকারের ছবি ইত্যাদি অফিসে জমা দিয়ে এবং কলেজ কর্তৃক নির্ধারিত বেতন ব্যাংকে জমা দিয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হয়।