সহ – পাঠক্রম সংক্রান্ত কার্যক্রম

শিক্ষা কার্যক্রম

এ প্রতিষ্ঠানে প্রভাতী ও দিবা উভয় শাখায় ৩য় শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ালেখা করা যায়। স্কুল পর্যায়ে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগ এবং কলেজ পর্যায়ে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগ (মানবিক শুধু প্রভাতী শাখা) রয়েছে। ফলপ্রসূ শিক্ষাদানের লক্ষ্যে এ কলেজে

>গােটা বছরকে ২টি পর্বে ভাগ করে প্রতিটি পর্বের জন্য সুনির্দিষ্ট পাঠ্যক্রম তৈরি করা হয়।

>শিক্ষা বর্ষের শুরু থেকেই নির্ধারিত পাঠ্যক্রমের ভিত্তিতে বিষয় শিক্ষকগণ চেকলিস্ট তৈরি ও অনুসরণের মাধ্যমে শ্রেণিকক্ষে পাঠদান করেন।

>প্রতিটি পর্বে পার্বিক পরীক্ষা ছাড়াও প্রতিটি বিষয়ে কমপক্ষে দুটি করে শ্রেণি পরীক্ষা গ্রহণ করা হয়।

>দুইটি পর্বের গড় ফলাফলের উপর ভিত্তি করে চূড়ান্ত ফলাফল নির্ধারণ করা হয়।

>শ্রেণিকক্ষে ৮০% এর নিচে উপস্থিতি থাকলে কোন ছাত্রকে পরীক্ষায় অংশ গ্রহণ করার সুযােগ প্রদান করা হয় না।

>শ্রেণিকক্ষে পাঠদানের জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়।

>পিইসি, জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাস ও পরীক্ষার ব্যবস্থা রয়েছে।

>প্রতিদিন (শুক্রবার ব্যতীত) প্রয়োজনীয় সংখ্যক শিক্ষকমণ্ডলীর তত্ত্বাবধানে আবাসিক ছাত্রদের জন্য নৈশকালীন পাঠ তদারকির ব্যবস্থা করা হয় ।

>শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালার আলােকে কলেজ সময়ের বাইরে অধ্যক্ষ ও উপাধ্যক্ষবৃন্দের তত্ত্বাবধানে ছাত্রদের জন্য কলেজের শিক্ষকমণ্ডলী কর্তৃক অতিরিক্ত ক্লাস কার্যক্রমে ব্যবস্থা রয়েছে।

সহ পাঠ্যক্রম ব্যবস্থা

শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধনের লক্ষ্যে এ কলেজের উল্লেখযোগ্য সহপাঠ্যক্রম কর্মসূচিগুলাে হচ্ছে-

>আবাসিক ছাত্রদের জন্য বাধ্যতামূলক শরীর চর্চা ও খেলাধূলার ব্যবস্থা।

>ফুটবল, ক্রিকেট, ভলিবল ইত্যাদি ছাড়াও আন্তঃকক্ষ খেলাধূলার ব্যবস্থা

>পিটি-প্যারেড ও ড্রিলের মাধ্যমে আঁকজমকপূর্ণ ভাবে ছাত্রদের সাপ্তাহিক সমাবেশ কার্যক্রম >আন্তঃশ্রেণি ফুটবল, ক্রিকেট প্রতিযােগিতা ও বার্ষিক ক্রীড়া প্রতিযােগিতা ।

>ছাত্রদের সুপ্ত সাংস্কৃতিক প্রতিভা বিকাশের জন্য সাপ্তাহিক CTP ক্লাসে নিয়মিত সাহিত্য-সাংস্কৃতিক বিষয়গুলাের অনুশীলন এবং বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহে চিত্রাকর্ষক ও মনােজ্ঞ প্রতিযােগিতার ব্যবস্থা

>সংগীত শিক্ষকের মাধ্যমে আগ্রহী ছাত্রদের সংগীত শিক্ষা দেয়া।

>স্কাউটিংয়ে প্রশিক্ষণপ্রাপ্ত স্কাউট লিডারদের মাধ্যমে নিয়মিত দল পরিচালনা

>শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিষ্ঠানের বার্ষিক ম্যাগাজিন “প্রত্যাশা” এর নিয়মিত প্রকাশনা

>শ্রেণিশিক্ষকদের তত্ত্বাবধানে বছরের সুবিধাজনক সময়ে সকল শ্রেণির জন্য শিক্ষা সফর

>বিভিন্ন জাতীয় দিবস উপলক্ষ্যে ছাত্রদের জন্য বক্তৃতা, প্রবন্ধ রচনা, চিত্রাঙ্কন ইত্যাদি প্রতিযােগিতা আয়ােজন

>জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে খেলাধূলা, কবিতা আবৃত্তি, বক্তৃতা, বিতর্ক ইত্যাদি প্রতিযোগিতায় ছাত্রদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং এ ধরণের প্রতিযােগিতায় যাতে ছাত্ররা কৃতিত্ত্বের স্বাক্ষর রাখতে

পারে এজন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ ও অনুশীলনের ব্যবস্থা

> ছাত্রদের সহপাঠ্যকার্যক্রমে উদ্বুদ্ধকরণ এবং মেধার স্বীকৃতিদানের উদ্দেশ্যে প্রতি বছর বর্ণাঢ্য বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন।